আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্য ও ছেলে নিহত

New-Project-33-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদার (৪০) ও তার ছেলে শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মারুফ শিকদারের (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ঘর দেখতে গ্রামে আসে ইউপি সদস্য আকতার। এ সমায় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউপি সদস্য ও খুনের চর গ্রামের মতি শিকদারের ছেলে আকতার শিকদার ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় তার ছেলে ছেলে মারুফ শিকদার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

scroll to top