লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী ও মডেল মেহজাবীন চৌধুরীর প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে মুখ খোলেননি তিনি।
একটা সময় আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে।
হঠাৎ করে কয়েক বছর ধরে তাঁদের নিয়ে গুঞ্জন, মেহজাবীন ও রাজীব বিয়ে করেছেন! তাঁরা সংসারও করছেন। গতকাল সোমবার মেহজাবীনের স্বীকারোক্তি, তিনি বিয়ে করছেন, পাত্র আদনান আল রাজীব—যাঁর সঙ্গে কয়েক বছর ধরে তাঁর প্রেমের গুঞ্জন।
২০০৯ সালের লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন সবার নজরে আসেন। নাটক, বিজ্ঞাপনচিত্র, ফটোশুটে নিয়মিত কাজ করেন। মেহজাবীন সমসাময়িকদের তুলনায় এগিয়ে যান। যেমনি পান জনপ্রিয়তা ঠিক তেমনি হয়ে ওঠেন দর্শক প্রিয়। ১৬ বছরের পেশাদার অভিনয়জীবনে এই অভিনয়শিল্পীকে নিয়ে সাত বছরের বেশি সময় ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন।
আদনান আল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউই। জানতে চাইলে বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন।
এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাঁদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।
ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।
তবে তাদের ঘনিষ্ট কিছু ব্যক্তি জানান, বিয়ের বিষয়টি তারা ভালো বলতে পারবেন। এটা নিয়ে আমরা এখন বলতে চাই না। তারা যখন মনে করবে বলবে। এই সময়টার জন্য তাদের দর্শকদের অপেক্ষ করতে বলেন তারা।
ছোট পর্দ্দায় কাজ করা একজন সহকর্মী জানান, মেহজাবীন যদি বিয়ে করেন তাহলে অবশ্যই বলবে। যেহেতু সেটা তাদের ব্যক্তিগত বিষয় তাই এই বিষয়ে মন্তব্য করা এখন উচিৎ নয় বলে তার সহকর্মী হিসেবে মন্তব্য করা উচিৎ হবে না।