আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

New-Project-19-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মণকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল। অভিযুক্ত চন্দন চট্টগ্রাম কতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির ধারী বর্মণের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে।

 

Leave a Reply

scroll to top