স্বাধীনতা ও সবুজ ভবিষ্যতের আহ্বানে বেরোবি এসএফএল-এর বৃক্ষরোপণ কর্মসূচি

New-Project-32-2.jpg

স্বাধীনতা ও সবুজ ভবিষ্যতের আহ্বানে বেরোবি এসএফএল-এর বৃক্ষরোপণ কর্মসূচি

২৪ ঘণ্টা বাংলাদেশ বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) Student For Liberty, Bangladesh-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “Walk for Liberty, Plant for Future” শীর্ষক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি। একযোগে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে—রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেরোবিতে—এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল তরুণদের ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে সচেতন করা, স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করা। সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া র‍্যালিটি মিডিয়া চত্বর থেকে শুরু হয়ে দেবদারু রোড, কৃষ্ণচূড়া রোড পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে গিয়ে শেষ হয়। এরপর সকাল ১০:৪৫ থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় বিশ্ববিদ্যালয়ের হল মাঠ সংলগ্ন এলাকায়।

বেরোবি শাখার লোকাল কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান বলেন, “আমরা বিগত জুলাই আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলেই ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পেরেছি। এখন সময় এসেছে ক্ষুদ্র পরিসরে হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, নিজস্ব মত প্রকাশের এবং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের। এই কর্মসূচি তারই একটি অংশ।”

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষার জন্য এখনই আমাদের উদ্যোগ নিতে হবে। পর্যাপ্ত বৃক্ষরোপণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।”

র‍্যালি শেষে Student For Liberty-এর ভবিষ্যৎ কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন লোকাল কো-অর্ডিনেটর আশিকুর রহমান এবং তাসফিয়া। তাঁরা আসন্ন “Local Coordinator Recruitment” প্রক্রিয়া সম্পর্কেও অংশগ্রহণকারীদেরকে দিকনির্দেশনা দেন এবং আগ্রহী শিক্ষার্থীদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

scroll to top