প্রিয়াংকা চোপড়ার দুঃখ যেখানে!

New-Project-34-1.jpg
নিজস্ব প্রতিবেদক

আমেরিকার ব্যান্ডসংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করে মায়ানগরী ছেড়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তাদের সংসারে রয়েছে একটি কন্যা সন্তান। কর্মজীবনে তিনি যেমন সফল, তেমনি ব্যক্তিজীবনেও সুখী। তবে এতকিছুর পরও প্রিয়াংকা চোপড়ার দুঃখ লুকিয়ে আছে এক জায়গায়।

 

সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুঃখের বিষয়— কারও কাছ থেকেই সম্মান পাননি প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রী বলেন, অনেক কষ্ট পেয়েছেন, প্রেমের সম্পর্কে মান খুইয়েছেন। তাই নিক জোনাসকে বেছে নিয়েছিলেন তিনি।

নিকের মধ্যে পাঁচটি গুণ থাকায় তার সঙ্গেই সংসার করার সিদ্ধান্ত নেন বলে জানান প্রিয়াংকা চোপড়া।
বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন, সেই প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, প্রথমত আমি দেখেছি মানুষটা সৎ কিনা। কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়ত মানুষটা পরিবারকে সময় দেয় কিনা, সেটা দেখেছিলাম।

তিনি বলেন, তৃতীয়ত আমার পেশাকে সম্মান করে কিনা।
কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত আমি সবসময় এমন একজনকে চেয়েছি, যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে। আর যেটা চেয়েছি, তা হলো আমার মতো সঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে বলেও জানান প্রিয়াংকা চোপড়া।

Leave a Reply

scroll to top