৪১ বছরের শিক্ষকতা শেষে সুবর্ণচরে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

New-Project-4.jpg

৪১ বছরের শিক্ষকতা শেষে সুবর্ণচরে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

২৪ ঘণ্টা বাংলাদেশ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হককে অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। একই প্রতিষ্ঠানে প্রায় ৪১ বছরের শিক্ষকতা শেষে রাজকীয়ভাবে বিদায় নিয়েছেন আনোয়ারুল হক।

বুধবার (২ এপ্রিল) সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নে অবস্থিত জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিকান্তর আলম মামুনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এনায়েত উল্লাহ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোনায়েম খান, লক্ষীপুর আয়েশা (রা:) কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী আক্কাস, চর আমান উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিগণ প্রাক্তন শিক্ষক আনোয়ারুল হকের শিক্ষকতা পেশা জীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের মাঝে বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মতিউর রহমান হিমেল ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের তত্বাবধানে বিদায়ী শিক্ষককে বরণ, ফুলেল শুভেচ্ছা জানানো, সংবর্ধবনা ক্রেস্ট ও বই প্রদান, মানপত্র পাঠ, বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান সহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক মো. আনোয়ারুল হক উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে (১৯৮৪ সাল) চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

scroll to top