হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হলো বাংলাদেশের

New-Project-19.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার খেলার সুযোগ হারিয়ে এবার টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো জ্যোতিরা। শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের হার দিয়ে তারা হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

তিন ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ ‍উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের মেয়েরা দেখেশুনে শুরু করলেও বরাবরের মতোই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন আবারও। ২৪ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ১২ বলে ১৩ করে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার দিলারা আক্তারও ঝড়ের আভাস দিয়ে ফেরেন ১৬ বলে ২১ রান করে। এরপর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন শারমিন আক্তার (৬), তাজ নেহার (১০) ও লতা মন্ডলরা (৫)। উইকেট হারানোর মিছিলে অধিনায়ক জ্যোতি যেমন যোগ্য সঙ্গী পাননি, তেমনি রানের গতিও খুব একটা বাড়াতে পারেননি। খেলেছেন ৪৩ বলে ৩৩ রানের এক ধীরগতির ইনিংস। ২০ ওভারে টাইগ্রেসদের সংগ্রহ দাড়ায় ১০৪ রান।

৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবীয় জ্যানিলিয়া গ্লাসগো। জাইদা, অশ্মিনি মুনিসার ও আফি ফ্লেচার নেন একটি করে উইকেট।

১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ বেগ পেতে হয় ক্যারিবীয় বোলারদের। ৭ রানে নেরিসা ক্র্যাফটনকে ব্যক্তিগত ৫ রানে বোল্ড করে উইন্ডিজদের কিছুটা চাপে ফেলেন সুলতানা খাতুন। ফাহিমা খাতুনের বলে ব্যক্তিগত ১০ রানে আরেক ওপেনার জেনাবা জোসেফও আউট হলেও চাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছোট ছোট জুটিতেই এগিয়ে যাচ্ছিলো স্বাগতিকরা।

স্বাগতিকদের জয়টা এসেছে গ্লাসগো ও সাবিকা গজনবির ব্যাটে। গ্লাসগো’র ২৫ এবং গজনবির ২৭ রানের পর শেষদিকে ১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজের জয় তুলে নেন জেইদা জেমস। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও ফাহিমা। রাবেয়া খান নেন ১ উইকেট।

একই মাঠে টি-টোয়েন্টির আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। ৫০ ওভারের ওই সিরিজ হারায় সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া হয় লাল সবুজদের। দুই ফরম্যাট মিলিয়ে ছয় ম্যাচ বাংলাদেশের ঝুলিতে একটি ওয়ানডে জয়ই সান্ত্বনা।

Leave a Reply

scroll to top