বলিউডের ছোট নবাবপিঙ্কভিলা সূত্রে জানা যায়, লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সাইফ আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ঘটনাটি ঘটে গত বুধবার রাত ২টা ১৫ মিনিটে, যখন ওই আততায়ী তার বান্দ্রার বাসভবনে প্রবেশ করে প্রথমে বাড়ির সহায়ককে আক্রমণ করে এবং পরে সাইফকে আক্রমণ করে। যখন তিনি তার গৃহকর্মীকে বাঁচাতে এগিয়ে যান। এরপর অভিনেতা ছয়টি ছুরিকাঘাত পান, এর মধ্যে দুটি আঘাত মেরুদণ্ডের কাছে খুবই গুরুতর ছিল।
এ বিষয়ে পুলিশ জানায়, মোহাম্মদ শেহজাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা। আক্রমণকারী মুম্বাইতে এসেছিলেন ৫-৬ মাস আগে এবং কিছুদিন শহরে থাকার পর সে একটি নিকটবর্তী শ্রমিক বস্তি এলাকায় বসবাস শুরু করে। এরপর সম্প্রতি শেহজাদ বান্দ্রায় কাজ শুরু করেছিলেন এবং তার শিফট শেষ হওয়ার পর প্রায়ই রাতে ওই এলাকায় হাঁটতেন । এক পর্যায়ে তিনি সাইফ আলী খানের বাসভবনটি লক্ষ্য করেছিলেন কারণ সেখানে নিরাপত্তারক্ষী ও সিসিটিভি ক্যামেরা ছিল না। এরপর তিনি সময় বুঝেই হামলা চালান সাইফের বাসভবনে।
বর্তমানে হামলাকারী শেহজাদ পুলিশ হেফাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
পিঙ্কভিলা সূত্রে আরও জানা যায়, সাইফকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার মেরুদণ্ডের কাছাকাছি আড়াই ইঞ্চি ছুরিকাঘাতের স্থান চিহ্নিত করে। এরপর চিকিৎসকরা অস্ত্রপ্রচার করে তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তবে এখন সাইফ অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। আজ বিকেলেই নিজ বাড়িতে ফিরতে চলেছেন তিনি।নুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হন। এরপর তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাড়ি ফিরতে চলেছেন এই অভিনেতা।এদিকে মুম্বাই পুলিশ মোহাম্মদ শেহজাদ নামে আক্রমণকারীকে থান থেকে গ্রেফতার করেছে। জানা যায়, তিনি বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।