‘স্কুইড গেম ২’দেখ যা বলছে দর্শকরা

New-Project-54.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

২০২১ সালের কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। এমিসহ বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছিল সিরিজটি। একের পর এক রেকর্ড ভেঙেছিল। তিন বছর অপেক্ষার পর গত ২৬ ডিসেম্বর ‘স্কুইড গেম ২’ মুক্তি পেয়েছে।

থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে।
তিনি ছাড়াও প্রথম মৌসুমের অনেকেই রয়েছেন। পাশাপাশি আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেককে দেখা গেছে।

এর আগে গত বছরের আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল, সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।

শোনা যায়, পরিচালক হং দুং ইয়ক এই কনসেপ্ট নিয়ে প্রায় দশ বছরেরও বেশি ঘুরেছেন। কিন্তু অবাস্তব এবং হিংসাজনিত কারণে বেশ কিছু স্টুডিও এই ভাবনা নিয়ে ছবি বানাতে চায়নি। প্রথমে এটি চলচ্চিত্র হিসাবেই ভেবেছিলেন পরিচালক। পরিচালকের কথায় সত্যি ঘটনা থেকেই অনুপ্রাণিত ‘স্কুইড গেম’। সাউথ কোরিয়ার ধুঁকতে থাকা ইকোনমি, তাঁর নিজের একটা সময়ের আর্থিক অবনতি, তাঁর চারপাশের বন্ধু-বান্ধব- সবকিছু থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন পরিচালক। এক সময় স্ক্রিপ্ট লেখা বন্ধ করে নিজের ল‌্যাপটপ বিক্রি করতে বাধ‌্য হয়েছিলেন পরিচালক হং দুং ইয়ক। কিন্তু এখন তো খেলা ঘুরে গিয়েছে। বড়দিনের ঠিক পরই আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে এসেছে ‘স্কুইড গেম সিজন ২’।

 

Leave a Reply

scroll to top