সেঞ্চুরি করেও আফসোস এনামুলের ,মনে করিয়ে দিলেন দেশিদের অবদান

New-Project-93.jpg
নিজস্ব প্রতিবেদক

খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ১০০ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়।৩২৪ রান নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি রানের মালিক বিজয়ই। তবুও খুলনার বিপক্ষে দলকে না জেতাতে পারার আফসোস রয়েছে বিজয়ের, যে কারণে সর্বোচ্চ রানের ব্যাপারটিকেও তেমন আমলে নিতে চাইলেন না বিজয়।

 
সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘টপ রান দিয়ে আসলে সবসময় সবকিছু হয় না। দেখেন উদাহরণ দেই, নুরুল হাসান সোহান কিন্তু ১০০ রানও করে নাই। কিন্তু ওর যে অবদান এটা কিন্তু ম্যাসিভ। সঠিক সময়ে কীভাবে দলে অবদান রাখলাম, ৫ বলে ১০ রানও ম্যাটার করে। দলের জন্য কাজে দেয়। এখন বড় হচ্ছি শিখছি দেখছি কীভাবে দলকে জেতানো যায় এগুলো অভিজ্ঞতার সাথে সাথে কাজে আসে। ছোট ছোট ইনিংসগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। দলও চেষ্টা করছে। আজকে সফল হইনি। এটাই জীবন।’
 

দেশিদের ব্যাপারে বিজয় আরও বলেন, ‘আমরা খেলাটাকে খুব নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। মাহিদুল (ইসলাম) অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান যেসব ইনিংসগুলো খেলছে। শামীমের (হোসেন পাটোয়ারী) দারুণ ইনিংস, আজকে আফিফ (হোসেন ধ্রুব)। আমাদের ছেলেরা কিন্তু বাইরের লিগে অত সুযোগ পায় না। দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি কম খেলে। সাকিব (আল হাসান) ভাই, মুশফিক (মুশফিকুর রহিম) ভাই, মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান), তাসকিন(আহমেদ)দের খেলতে দেখেছি কিছু কিছু। আফগানিস্তানের জাতীয় দলে খেলে না তারাও কিন্তু বিগ ব্যাশ, আইপিএল খেলছে। তারা কিন্তু বড় প্লেয়ারে পরিণত হচ্ছে। আমাদের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি রয়েছে। তারা প্রমাণ করার সুযোগ তখনই পায় যখন এই ম্যাচগুলো হয়। যে নামগুলো বললাম তাদের মাঝে সামর্থ্য আছে। প্রতিভার চেয়ে পারফর্মার বেশি জরুরি। এই ছোট ইনিংস যদি বড় করা যায় ধারাবাহিক হতে পারে ভালো প্লেয়ারে রূপ নিবে। তারা দারুণ ক্রিকেট খেলছে নিজেরা বড় ক্রিকেটারে পরিণত হবে।’

নিজেদের দল নিয়ে বিজয় জানান, ‘সত্যি বলতে বিপিএলে আমাদের দলে ৫-৬টা প্লেয়ার আছে আমাদের যারা গত ৪-৫ বছর খেলেছে। জিসান প্রথম, হারিস বিপিএল প্রথম, আকবর নিয়মিত না। অন্তর, শফিউল ভাই, মুরাদ এরা কিন্তু নিয়মিত খেলেনি। আমি আশাও করব না যে আমরা এরকম দল নিয়ে ৭ এ ৭ জিতব। এটা কিন্তু বাস্তবতা। আজকে পারলে ৮ এ ৪টা হত,  যে ৩ ম্যাচ জিতেছি তারা পারফর্ম করেছে। ঢাকা, খুলনা, চিটাগং কিন্তু কাগজে-কলমে অনেক বেটার দল। বোলিং ইউনিটে তাসকিন ছাড়া তেমন ভালো না। সত্যি কথা। জিসান, মৃত্যুঞ্জয়রা দলে অবদান রাখছে। তারপরেও যে তারা দলে অবদান রাখছে, বেস্ট এফোর্টটা দিচ্ছে। ওরাও অবদান রাখছে। এই দল নিয়ে আমি যথেষ্ট খুশি। হয়ত আরও ভালো হলে ভালো হত। তবে ঢাকা, সিলেটের চেয়ে হয়ত ভালো। ৩ এর জায়গায় ৪টা জয় হলে হয়ত ভালো হত। পয়েন্ট টেবিলে হয়ত চারে থাকতাম। এটাই আমি মনে করি।’

৩ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের ৫ম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী।

Leave a Reply

scroll to top