সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

New-Project-11-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৯২ রানের বিশাল ব্যাবধানে হেরেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। শারজাহতে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে সিরিজ রক্ষার ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচের চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকের। এছাড়া রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

scroll to top