সারদায় কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

New-Project-2025-01-11T221639.856.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবশেষে প্রশিক্ষণরত কনস্টেবলদের ১৬৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হয় এতে। এর আগে গত ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।

সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা। এছাড়া কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন তিনি।

প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মো. সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে- মো. সুমন আলী বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং পৌরব চন্দ্র রায় বেস্ট শ্যুটার নির্বাচিত হন।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ৯ ডিসেম্বর ‘অনিবার্য কারণবশত’ এই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর গত ৩ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ৮ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

scroll to top