সাধারণ মানুষ বনাম প্রভাবশালী: ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

New-Project-27-3.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভেনিস অফ বেঙ্গল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাঈদ হোসাইনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বহেরাতলী গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে মো: নজরুল ইসলাম, আঃ রহমান, আ: আলীম ও আ: রহমানের ছেলে মিতুল হোসেন এবং গাছবাড়ী এলাকার নাহীন মিয়া এ মিথ্যা মামলার শিকার হয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ীয়া থেকে মৌচাক সড়কে কয়েক শতাধিক নারী-পুরুষ ভুক্তভোগীদের পক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, সামান উদ্দিন, সুরুজ মৌলভী, নুসরাত, জসিম, আব্দুল মান্নান, মিদুল ও তোফাজ্জল মাষ্টার।

প্রতিবাদী বক্তব্যে বক্তারা বলেন, “এটি কেবল জমি দখলের একটি উদাহরণ নয়, এটি সাধারণ মানুষের ওপর প্রভাবশালী গোষ্ঠীর অন্যায়ের নগ্ন প্রকাশ। জমির প্রকৃত মালিকরা যখন ন্যায়সঙ্গতভাবে তাদের অধিকার রক্ষা করতে চেয়েছেন, তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই—সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বক্তারা আরও বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে সাধারণ জনগণ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।”
ভুক্তভোগীরা জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।

Leave a Reply

scroll to top