১৫ জানুয়ারি মধ্যরাতে বান্দ্রার বাড়িতে সাইফ আলী খানকে দুর্বৃত্তরা একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।
এরপর এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে প্রথমে আকাশ কৈলাস ক্যানোজিয়া নামে এক জনকে আটক করা হয়। এরপর রবিবার (১৯ জানুয়ারি) মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে আরও একজনকে আটক করা হয়। আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বলিউড অভিনেতা সাইফ আলী খান আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন তিনি। কেটে গেছে বিপদ। দ্রুত সেরে উঠছে শরীরের ক্ষত। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানালেন বোন সোহা আলী খান। তিনি জানান, পরিবারের সবাই আপাতত কিছুটা চিন্তামুক্ত রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি দেখে সবাই খুব আনন্দিত। এরপর সাইফের জন্য যারা প্রার্থনা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।
সাইফ আলি খান এবার নিজেই তার বাড়িতে হামলার ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীকে ধরতে গিয়ে তিনি আহত হয়েছেন।
সাইফের বক্তব্য অনুযায়ী, রাতের বেলা তার বাড়িতে একজন অচেনা ব্যক্তি ঢুকে পড়ে এবং তার পরিচারিকার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সাইফ হামলাকারীকে চেপে ধরেন। এরপর হামলাকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে।
সাইফ আরও জানান, এই ঘটনায় তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তার ছেলে জেহর চিৎকার শুনে তিনি নিচে নেমে আসেন এবং হামলাকারীকে আটক করার চেষ্টা করেন।