বরাবরই দেশের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে মন্তব্য করেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বিশেষ করে নারী সমাজের কোনো বিষয়ে নিয়ে পোস্ট দিয়েই থাকেন তিনি। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ভারতে অবস্থানরত এই আলোচিত-সমালোচিত লেখিকা। এবার বাংলাদেশের ‘সংস্কার’ প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা।
বর্তমানে দেশে চলমান অস্থিরতায় আজমেরী হক বাঁধনের ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ আর সেই পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই।
গত আগস্ট মাসে উত্তাল বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাঁধন। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সওয়াল করেছিলেন দেশের সংস্কারের পক্ষে। কখনও হাসিনা বাহিনীর জলকামানের মুখে তাঁকে মাইকে চিৎকার করে বলতে শোনা যায়, “এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই…।” আবার কখনও বা অগ্নিগর্ভ পরিস্থিতিতে আঁশবঁটি হাতে রাতের ঢাকায় পাহাড়া দিতে দেখা গিয়েছে তাঁকে। বাঁধন বরাবরই সাহসী। স্বাধীনচেতা। স্পষ্টভাষী। ‘স্বৈরাচার হাসিনাতন্ত্র’ থেকে মুক্তি পেতেই ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন।