অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়ন হবে বলে।
বুধবার চারটি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনগুলোর দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে যাবে সরকার। এর জন্য বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর।
আইন উপদেষ্টা বলেন, আমাদের আশা আছে, বিশ্বাস আছে— যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ, সামনের নির্বাচনের আগে অন্তত ট্রায়াল কোর্টে (সাম্প্রতিক গণহত্যার) বিচার কাজ সম্পন্ন করতে পারবো। তিনি বলেন, এখানে কারও কোনও প্রকার গাফিলতি নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা— অবশ্যই বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে।
আসিফ নজরুল বলেন, বিচারের কাজ গুরত্বপূর্ণ, আশা করছি মার্চ থেকে শুনানি হবে। নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার হবে। বিচার হবে সুষ্ঠু।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের ভাষণে বলেছেন যে, আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পূর্ণ করে যদি নির্বাচন করতে চাই— তাহলে এই বছর হবে। যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রা অনুযায়ী করতে চাই— তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আমরা আলাপ-আলোচনা করবো, তখন দেখবো যে, ন্যূনতম সংস্কার কোনগুলো আছে। এর বাইরে প্রত্যাশিত সংস্কার চিহ্নিত করার চেষ্টা করবো।