শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

New-Project-16-3.jpg
নিজস্ব প্রতিবেদক

প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহম্মদ।

এর মধ্যে নারায়ণগঞ্জে দায়ের হওয়া মামলায় শামীম ওসমানের সঙ্গে তার স্ত্রী ও কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান ও প্রতিষ্ঠানটির এমডি তানভীর আহমেদকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বা ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও রাতুল টেলিকমের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু, তার মেয়ে ও ওই প্রতিষ্ঠানের পরিচালক এস আমরীন রাখিকে আসামি করা হয়েছে।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

scroll to top