স্বপ্নের ক্লাবে শুরুতে প্রত্যাশা মতো পারফরমেন্স প্রদর্শন করতে না পারলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা। মাঠের পারফরমেন্সও বেশ উজ্জ্বল।
১৯ জানুয়ারি স্প্যানিশ লা লিগার ম্যাচে লাস পালমাসের বিরুদ্ধে ২৬ বছর বয়সী এমবাপে করেন জোড়া গোল। শুধু এ ম্যাচেই নয়; রিয়ালের সব ম্যাচেই নিজেকে প্রদীপের আলোর কেন্দ্রবিন্দুতে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ও ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী সুপারস্টার।
আগের অস্বস্তি সরে গেছে। জড়তার ছাপও মুছে গেছে। এমবাপে এখন গ্যালাক্টিকোদের তাঁবুতে সাবলীলভাবে বিচরণ করছেন। নিজের পারফর্মেন্সে দারুণ খুশি। রিয়াল মাদ্রিদের খেলার ধরনে এখন তিনি অভ্যস্ত হয়ে গেছেন বলে জানিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন সামনে নিজের সেরাটা মেলে ধরার।
এমবাপে এ প্রসঙ্গে বলেন, রিয়াল মাদ্রিদে খেলাটাই স্বপ্নের মতো। সমর্থকরা আমার নাম ধরে চিৎকার করছে; এটা তো আরও বেশি কিছু। আমি খুব খুশি। তিনি আরও বলেন, দলে এখন আমি মানিয়ে নিয়েছি। সতীর্থদের সঙ্গে নিজেকে মেলে ধরে এখন নিজের ইচ্ছেমতো খেলতে পারি। আমরা সবাই এখন উপভোগ করছি।
ক্রমশই রিয়ালে নিজেকে মেলে ধরছেন এমবাপে, তাকেই বিশ্বের সেরা মনে করেন দলটির কোচ কার্লো আনচেলোত্তি। অথচ কিছুদিন আগে পর্যন্তও অনেক সমালোচনার শিকার হচ্ছিলেন এমবাপে। আকাশচুম্বি প্রত্যাশা সঙ্গী করে পিএসজি থেকে রিয়ালে পাড়ি জমালেও অনেকটা অচেনা হয়েই ছিলেন।
মাঝমধ্যে ঝলক দেখালেও ছিল না ধারাবাহিকতা। তবে সেই সময়টা পেছনে ফেলে এখন স্বরূপে ফেরার পথে ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। সবশেষ তিন ম্যাচে চারটি গোল করেছেন। স্প্যানিশ লা লিগায় ১২ গোল নিয়ে এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হয়েছে ১৮টি। মৌসুমের অনেকটা সময় ধরে টানাপোড়েন ছিল তার পজিশন নিয়েও। আক্রমণভাগে নানা জায়গায় তাকে বাজিয়ে দেখা হয়েছে।
তবে এখন তার আসল পজিশন খুঁজে পেয়েছেন আনচেলোত্তি, যেখানে তাকেই বিশ্বের সেরা মনে করেন কোচ। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, এমবাপে বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। অনেকের সংশয় ছিল সে এই পজিশনে খেলতে পারে কি না। কিন্তু এটা নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়। সে দুর্দান্ত এক স্ট্রাইকার। যে উইংয়ের চেয়ে মাঝখানে খেললেই বেশি ভালো। কারণ এখানেই সে তার গতি ও টেকনিক দিয়ে আক্রমণে ছুটতে পারে। যেখানে সে অনন্য।
২০২৪ সালের জুনে নিজ দেশের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে স্পেনে পাড়ি জমান এমবাপে। চুক্তির মেয়াদ পাঁচ বছরের। এর আগেও রিয়ালে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন ফরাসি তারকা। শেষ মুহূর্তে যদিও মন বদলে পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি করেন। এবারও তাকে ধরে রাখতে জোর চেষ্টা করে প্যারিসের পরাশক্তিরা। কিন্তু এবার আর তার মত বদলাতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা।
এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলের বহুল আলোচিত ট্রান্সফার সম্পন্ন হয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এমবাপের। পাঁচ বছরের জন্য এমবাপের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির সমঝোতা হয়েছে। এমবাপে রিয়ালে আসার পর বলেন, স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি ও গর্বিত। এই মুহূর্তে আমি কতটা উত্তেজিত তা কেউই উপলব্ধি করতে পারবে না। মাদ্রিদে সকলের সঙ্গে দেখার করার অপেক্ষা শেষ হচ্ছে না। অবিশস্য সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
২০১২ সালে প্রথমবারের মতো এমবাপেকে এক সপ্তাহের জন্য তাদের সঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানিয়েছিল রিয়াল। ওই সময় ফরাসি তারকার বয়স ছিল মাত্র ১৩ বছর। ওই সফরে এমবাপে তার আদর্শ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে ছবি তুলেছিলেন। দলবদলের পর পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো এমবাপের ইনস্টাগ্রামে এক পোস্টে মন্তব্য করেন, ‘এবার আমার পালা; এবার তোমার ওপর আমার চোখ থাকবে।’