রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ, বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ

Untitled-1-1e2a0ef4a42756fbe8b9aefb3b5834a7.jpg
নিজস্ব প্রতিবেদক

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জেল-জরিমানার নিয়ম বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। খিলগাঁও, মালিবাগ, হাতিরঝিলেও চলছে সড়ক অবরোধ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সড়ক অবরোধ করেন তারা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন আফিসগামী মানুষ। অবরোধকারীদের যাত্রীসহ চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে।

বিআরটিএকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ জানানোর পাশাপাশি চালকরা মিটারে মূল ভাড়া বৃদ্ধির দাবিও জানিয়েছেন।গাড়ির পাশে রাস্তায় বসে শুয়ে পড়তে দেখা গেছে চালকদের। পাশাপাশি বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন তারা।

হাতিরঝিলসহ বেশ কয়েকটি এলাকায় রাস্তায় একই রকম অবরোধ দেখা গেছে।সড়কে বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ না করা অটোরিকশা থামিয়ে চালকদের অবরোধে যোগ দিতে বাধ্য করতে দেখা গেছে।

সিএনজি না পেয়ে দুর্ভোগে পড়া যাত্রীরা বাধ্য হয়ে রিকশায় গন্তব্যে যাচ্ছেন।

গত ১০ ফেব্রুয়ারি ওই জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটির নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধানও রয়েছে ।

Leave a Reply

scroll to top