যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া কিন্ত কেনো ?

New-Project-37-1.jpg
নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়।অভিনয়ের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেন ফারিয়া। ফলাফল ছিল সেকেন্ড ক্লাস।

এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছর সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়ার কথায়, ‘অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার “বার অ্যাট ল” পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।’

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।’

 

২০১৫ সালে মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে। এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে। দেখতে দেখতে ক্যারিয়ারে ১০ বছর পূর্ণও করে ফেলেছেন তিনি।

Leave a Reply

scroll to top