শিশু ধর্ষণের বিচার

মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে জাবিতে বিক্ষোভ

New-Project-5.jpg

মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে জাবিতে বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ

মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীদের ’উই ওয়ান্ট জাস্টিস’, ’আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে’, ’আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’, ’ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।

বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, ’আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর মাগুরাতে একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, ’মাগুরায় ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। ধর্ষকের শাস্তির দীর্ঘসূত্রতা প্রমাণ করে আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকের শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করবে।’

সময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ’পতিত আওয়ামী লীগ সরকার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো চর্চা হচ্ছে। আমরা দেখেছি মাগুরায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আমাদের জন্য এ ধরনের ঘটনা লজ্জার। এই সরকার ১৬ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, আমরা সরকারকে বলবো এসকল ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করুন। নাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছেড়ে দিতে হবে।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আলী এই ঘটনা সুষ্ঠু বিচার দাবি করে বলেন, মাগুরায় ৭ বছরের শিশুকে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন নয়, বরং তার গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত তিন মাসে আমরা পত্রিকা খুললেই দেখতে পাই ধর্ষণ আর খুনের খবর। এমন ঘটনা প্রতিনিয়ত চলতে থাকলে মানুষের আইনের প্রতি আস্থা থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার এখনও ঘুমিয়ে আছে, আমরা তাদের বলতে চাই জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না। আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন।

Leave a Reply

scroll to top