রাজধানীর মতিঝিলে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম বুধবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।
অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওই হামলার কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।’
আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর ওই হামলা হয়। এতে অন্তত নয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।