ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। রবিবারা (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমে সরব পুলিশের গুরুত্বপূর্ণ এই প্রভাবশালী কর্মকর্তাকে প্রত্যাহার করে কোথাও পদায়ন না করে অ্যাটাস্ট করে রাখার বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় তৈরি হয়েছে। কি কারণে হঠাৎ করে এই প্রভাবশালী কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।
সম্প্রতি মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত ৭ এপ্রিল ঢাকায় তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ। ১০ এপ্রিল রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন। মেঘনাকে আটকের ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি। এরপর ১১ এপ্রিল দুপুরে ডিএমপি থেকে মেঘনাকে আটকের ঘটনায় ব্যাখায় দেওয়া হয়।
জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে প্রত্যাহার করে সংযুক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সেখ সাজ্জাদ আলী। সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত মডেল মেঘলা আলমের আটক প্রক্রিয়া যথাযথভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় সরকারের শীর্ষ মহল চরম ক্ষুব্ধ হয়। মেঘলা আলমের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে। করে তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদের দেয়ার বিরুদ্ধে।
এক সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবেই বলেছেন, মডেল মেঘলা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক হয়নি। মেঘলা আলম একেবারে নির্দোষ না। তার গ্রেফতার ও আটকের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি অনুসন্ধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। তারা এজন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সদর দপ্তর সূত্রের একই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আইন উপদেষ্টা বলেন, মেঘলা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে উনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটি সঠিক নয় উনার যদি কোন অপরাধ তাকে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে এটা নিয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ে মিটিং করেছি এ ব্যাপারে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও অন্যদের বক্তব্যের বিষয়ে আমরা সচেতন আছি। উল্লেখ্য বাংলাদেশের আলোচিত মডেল মিস আথ বাংলাদেশ বিজয়ী মেঘলা আলমকে গত ৭ এপ্রিল তার বসুন্ধরার আবাসিক এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। আটকের দুইদিন পর গত ১০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয়।