ভোলায় রাতের আঁধারে কবরস্থান থেকে কঙ্কাল-কাফনের কাপড় চুরি

New-Project-31-2.jpg
ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে রাতের আঁধারে এক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মধ্য জয়নগর এলাকার কামা পাটোয়ারি বাড়ি জামে মসজিদ সংলগ্ন মুগবুল আহমেদ হাজী বাড়ি ও মির বাড়ির পারিবারিক কবর স্থান থেকে  দুর্বৃত্তরা পাঁচটি কবর খনন করে লাশের কঙ্কাল ও কাফনের কাপড় নিয়ে যায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে।  এতে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। পাঁচটি কবরের মধ্যে তিনটি কবর মহিলার ও দুুইটি কবর পুরুষের। এর মধ্যে দুইটা কবরের কঙ্কাল নিয়ে যাওয়া হয় এবং বাকি কবর খুরে কাপনের কাপর নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মির বাড়ির এক ব্যাক্তি জানান শনিবার সকালে নামাজের পর একজন কবর জিয়ারত করার সময় তার ভাতিজির কবরে গর্ত দেখতে পান। কবরের গর্ত পুরন করতে গিয়ে দেখা যায় একে একে ৫টি কবর খোরা।

এ ব্যাপারে লাশের স্বজন ও স্থানীয়দের দাবি, যে বা যারা এমন নেককারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে।

এ ব্যাপারে থানার দৌলতখান থানার অফিসার ইনচার্জ জানান, আমি ঘটনাটা শুনেছি শোনার সাথে সাথে ওখানে ফোর্স পাঠিয়েছে। আমরা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

scroll to top