সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ভোলায় ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত ভোলার সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ১৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা-কর্মী মো. রফিকুল ইসলাম (৪১), মো. সুজন মাতব্বর (৩২), ফেরদৌস আহমেদ (৪৫), রুহুল আমীন মোল্লা (৫০), ইসমাইল মোল্লা (৩০), টি এম সিরাজুল আলম (৪৮), আব্বাস ক্বারী (২৯), মো. ফরিদ দালাল (৫০), জামাল উদ্দিন (৫৫), মো. সামসুদ্দিন পালোয়ান (৫০), মো. ফরিদ শনি (৫২), মো. মফিজুল ইসলাম, (৭৫) মো. মানিক মেম্বার (৫৫), আব্দুর রউফ (৬৭)।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।