ভোলায় ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

New-Project-67.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকের হাট বাজার চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম নবী আলমগীর।

এসময় ভেদুরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নুরনবী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারন সম্পাদক মো. তসলিম, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মো. মাইনুদ্দিন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্লাহ মাস্টার, সহ-সভাপতি জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম নবী আলমগীর বলেন, বিএনপিকে সরানোর জন্য ভারত থেকে আরম্ভ করে দেশের অভ্যন্তরে অনেক শত্রু আছে আমাদের। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত করে চলছে। সবাই এই ষড়যন্ত্র থেকে সাবধান থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এই বাংলাদেশকে যদি উন্নত করতে হয়। মানুষের জন্য যদি কিছু করতে হয়। এই দেশের মানুষ ৮০% হলো কৃষক, কৃষকের উন্নয়ন করতে হবে। ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠন করলে। আমরা প্রথমেই এই কৃষকের যত কর্মসূচি, সেগুলো আমরা গ্রহণ করব।

Leave a Reply

scroll to top