“ডাকসু গঠনতন্ত্র: সংযোজন, বিয়োজন ও সংশোধন প্রস্তাবনা” শীর্ষক সংবাদ সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে প্রস্তাবনাটি জমা দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
রোববার ( ২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপাচার্যের কাছে প্রস্তাবটি জমা দেন।
ডাকসুকে একটি পূর্ণাঙ্গ, স্বাধীন, গণতান্ত্রিক ও শক্তিশালী ছাত্র সংসদ হিসেবে গড়ে তুলতে গঠনতন্ত্রের শুরুতে প্রস্তাব(Preamble) সংযোজন, লক্ষ্য ও উদ্দেশ্যে শিক্ষার্থী অধিকার, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের প্রতি অঙ্গিকার ব্যক্ত করাসহ একাধিক সংযোজন, অনুষদ/ইনস্টিটিউট সংসদ গঠনের বিধান, গণভোটের বিধান সংযোজন, সর্বোচ্চ ফোরাম হিসেবে প্রতিনিধি পরিষদের সংযোজন, শিক্ষার্থীদের ভেতর থেকে শিক্ষার্থীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের বিধান, একাডেমিক অ্যাফেয়ার্স ও গবেষণা বিষয়ক সম্পাদক, আবাসন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদকসহ পাঁচটি নতুন পদের সংযোজন, শিক্ষার্থী-শিক্ষক সমন্বয়ে নির্বাচন কমিটির বিধানসহ বহুবিধ গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব উত্থাপিত হয়েছে। গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা সিন্ডিকেট থেকে শিক্ষার্থীদের কাছে হস্তান্তরের গণতান্ত্রিক বিধানও এতে রয়েছে।