ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

New-Project-13-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে লাস্যময়ী হাসি দিয়ে ভাইরাল হওয়া জান্নাতুল পিয়া এবার ক্যামেরার সামনে আবার বললেন ব্যারিস্টার সুমনের কথা।

তাকে ব্যারিস্টার সুমন সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ভাই যার পেছনে হাসি দিয়েছি সে তো নাই। সে এখন এক জায়গায় আমি ভিন্ন জায়গায়।’এই সম্পর্কে তার কাছে আরো জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন ব্যারিস্টার সুমন একজন সৎ মানুষ। সে কি কি কাজ করেছে ইতিমধ্যে আপনারা সবাই তা দেখেছেন।’ পিয়া বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না। আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাদের বলব?’

সবশেষ তিনি বলেন, ‘ আমরা একসাথে কাজ করতাম, করি। হ্যা আমরা একই চেম্বারে আছি, আমরা একই চেম্বারে কাজ করি। বিচারের কাজ চলছে। হলে তো আপনারা জানতেই পারবেন।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।

Leave a Reply

scroll to top