বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হিট (হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন) প্রকল্পের অংশ হিসেবে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ল্যাব ও আবাসিক হল পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা বারোটায় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ডেপুটি ডিরেক্টর তাসলিমা আক্তার, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান, ইনগ্রিড বিয়ারকে (Ingrid Bjerke), এডুকেশন স্পেশালিস্ট ফারজানা শামস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় ডিজিটালাইজেশনের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, স্বীকৃতি প্রদান, গবেষণা ও উদ্ভাবন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবর্জনা থেকে পুনঃব্যবহারযোগ্য পণ্য তৈরি, দূষণ নিয়ন্ত্রণ, ল্যাব নির্মাণ, জৈববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিশ্বব্যাংক প্রতিনিধিদলের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার প্রসারে হিট প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আমরা প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।”
বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশের উচ্চ শিক্ষার অগ্রগতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ডিজিটাল শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।”
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও আবাসিক হল পরিদর্শন করেন।