কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে মিয়ামি এয়ারকনের একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গিয়ে সেটি সড়কের পাশে উল্টে পড়ে। এসময় গাড়ি ফেলে পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের ভিরাল্লা এলাকায়।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে মিয়ামি এয়ারকন বাসটি দ্রুতগতিতে ভিরাল্লা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। পরে বাস ফেলে চালকবেশী চোর পালিয়ে যায়। খবর পেয়ে মিয়ামী এয়াকরন বাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে।
এ সময় চোর চক্রের সদস্যরা বাসটি রেখে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় এটিকে উদ্ধার করা হয়।
সোমবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার উপজেলার ভিরাল্লায় এ ঘটনা ঘটে।
বাসটির সুপারভাইজার হৃদয় বলেন, রোববার রাতে টার্মিনালে বাসটি রাখা হয়। সকালে এসে দেখি বাস নেই। ভেবেছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছেন। পরে জানতে পারলাম, দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় শিকার বাসটি।
বাসের চালক জহির মিয়া বলেন, আমি রাতে বাসটিকে জাঙ্গালিয়া টার্মিনালে পার্কিং করে বাসায় চলে যাই। গাড়ির এক হেলপার বাস চুরি করে নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে উল্টে যায়। এর আগে কালিকাপুর স্ট্যান্ডে একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়া করে বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে বাসটি হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে আজ ধর্মঘটের প্রথম দিনেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার(৪মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জামালপুর শহরের কেন্দ্রীয় ও পৌর বাসস্ট্যান্ড, রাজীব কাউন্টার, ভোকেশনাল, জিগাতলা ও গেটপাড় এলাকার অটোরিকশা স্ট্যান্ড ঘুরে যাত্রীরা যানবাহনের জন্য অপেক্ষা করছে।
বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসগুলো টার্মিনালে সারিবদ্ধ করে রাখা। কোনো বাস চলাচল করছে না। যাত্রীরা বাস বন্ধের খবর শুনে অন্যদিকে চলে যাচ্ছেন।শ্রমিকেরা কিছু সময়ের জন্য জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে শ্রমিক নেতাদের নির্দেশে সড়ক ছেড়ে দেয় তাঁরা।