বরিশালে বাসচাপা: স্ত্রীর পর মারা গেলেন, সেনা সদস্য স্বামীও

New-Project-20-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালী সেনানিবাসের অদূরে যাত্রীবাহী বাসচাপায় (সাকুরা পরিবহন) স্ত্রী হোসনেয়ারার (৩৩) পর চলে গেলেন সেনা সদস্য ল্যান্স কর্পোরাল মো. বুলবুলও। দুর্ঘটনায় তাদের শিশু কন্যা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুধলমৌ সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

জানা গেছে, পরিবার নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বুলবুল। এ সময়ে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হোসনেআরা। গুরুতর আহত হয় বুলবুল ও তাদের চার মাসের শিশু। উন্নত চিকিৎসার জন্য তাদের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হলে সেখানে মারা যান বুলবুল।

দুর্ঘটনার পর পর বাস রাস্তায় রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Leave a Reply

scroll to top