বকেয়া বেতনের দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

New-Project-14-6.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আবারও গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেওয়ার পরিকল্পনা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

Leave a Reply

scroll to top