শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্দোলনে অংশগ্রহণ করার কারণে অতিরিক্ত এটেন্ডেন্স বা হাজিরা দেয়ার ঘোষণা করেছেন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম ফখরুল হোসাইন। আজ তিনি তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এই ঘোষণা করেন।
ফিলিস্তিনের গাযায় ইসরাইল কর্তৃক হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ করছে স্কুল, কলেজ, মাারাসাও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন শিক্ষক কর্মচারী সহ নানার শ্রেণী পেশার মানুষেরা। এতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করে শিক্ষার্থীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম ফখরুল হোসাইন তার ফেসবুক পোস্টে বলেন ” Dear Students, If anyone taking my course this semester, joins today’s protest against the oppression, even in your local area, please let me know in inbox when the day ends. I will give one additional attendance per hour assuming you have attended the classes of humanity. Our curriculum is designed to make you a money making slave. Lessons of humanity comes from the outside.”
অর্থাৎ “প্রিয় শিক্ষার্থীরা, এই সেমিস্টারে আমার কোর্সটি গ্রহণকারী কেউ যদি আজকের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করেন, হোক সেটা আপনার স্থানীয় এলাকার ক্ষেত্রেও। তাহলে দিন শেষে ইনবক্সে আমাকে জানান। আমি ঘন্টাপ্রতি একজনকে অতিরিক্ত উপস্থিতি দেব, মনে কবর আপনি মানবতার ক্লাসে অংশগ্রহণ করেছেন। আমাদের পাঠ্যক্রম আপনাকে অর্থ উপার্জনকারী দাস বানানোর জন্য নকশা করা। মানবতার শিক্ষা বাইরে থেকে আসে।”
তার এই ঘোষণার পর শিক্ষার্থী এবং সকলের প্রশংসায় ভাসছেন এই শিক্ষক।