ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জাবিতে বামপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন

New-Project-23-4.jpg

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জাবিতে বামপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন

২৪ ঘণ্টা বাংলাদেশ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বামপন্থী দুটি সংগঠন— সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংগঠন দুটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফারহাদুলের সঞ্চালনায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, “ইসরায়েল প্রতিনিয়ত বর্বরভাবে ফিলিস্তিনের শিশু, নারী ও বৃদ্ধদের ওপর হামলা চালাচ্ছে। অনেক ইসলামি রাষ্ট্র আজ চুপ আছে, ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়াচ্ছে না। আমরা বুঝতে পারছি, এখানে আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র তাদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। তারা ছোট ছোট উপনিবেশ গড়ে তুলে দখল ও শোষণ করতে চায়, যার একটি অংশ গাজা। শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের পণ্যও বয়কট করতে হবে। আজ দল-মত নির্বিশেষে সবাইকে গাজার পক্ষে দাঁড়াতে হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুর ইসলাম ইমন বলেন, “সারা বিশ্ব মানবতার কথা বললেও, সাম্রাজ্যবাদীদের মুখের বুলি মাত্রই মানবতা। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে ব্যর্থ হয়, তার নামই গাজা। দুই দিন আগে ইসরায়েল বর্বরভাবে গাজার শিশু, নারী ও পুরুষদের ওপর হামলা চালিয়েছে। পিতামাতারা তাদের ছিন্ন-বিচ্ছিন্ন সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটে গেছেন, কিন্তু কেউকেই বাঁচাতে পারেননি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে এবং ইসরায়েলের এই বর্বর হামলার প্রতিবাদ করতে হবে।”

Leave a Reply

scroll to top