পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটো রিক্সা চালককে হত্যা

New-Project-6-6.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রাম থেকে সাব্বির শিকদার (২৫) নামে এক অটোরিকশা চালককের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ওদনকাঠী গ্রামের রাস্তার পাশ থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।

নিহত সাব্বির শিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের হারুন শিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে লাশটি পরে থাকতে দেখে সদর থানায় খবর দেয়। সদর থানা পুলিশ,পিবিআই ও সিআইডি পুলিশ টিম দুপুরে ঘটনা স্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।

নিহতের পিতা হারুন শিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে সাব্বির নিজের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে,মোবাইলে বারবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে সনাক্ত করা হয়,তবে ঘটনাস্থল থেকে তার অটো রিক্সাটি পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সাব্বির মাদকাশক্ত ছিল,সে নিয়মিত নেশা করতো। কোন চোরাইচক্র তার অটো রিক্সা ছিনিয়ে নেয়ার জন্য মেরে ফেলতে পারে অথবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে ও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মো. মুকিত হাসান খান জানান, সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের একটি নির্জন ইটের রাস্তার পাশ থেকে সাব্বির শিকদার নামে এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করা যায়নি,তবে প্রকৃত কারণ উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

scroll to top