নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ আজ (৮ এপ্রিল ২০২৫) থেকে কার্যকর হবে এবং এটি তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধি অনুযায়ী প্রভোস্ট পদে নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “হল প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি আশা করি, বিশ্ববিদ্যালয় পরিবার ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় হলের পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হব।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ একজন দক্ষ প্রশাসক ও শিক্ষাবিদ হিসেবে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ে সুপরিচিত। তার নেতৃত্বে হযরত বিবি খাদিজা হলের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।