নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

New-Project-55.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি )। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বিকাল ৩টা থেকে শুরু হয় এই সভা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সকল শিক্ষাবর্ষের শ্রেণি-প্রতিনিধি, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী সুবিধা এবং বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয়ে মুক্তভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করেন ও মতামত প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং প্রক্টর এ এম এফ আরিফুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন। শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে প্রশাসন তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অভিযোগ, পরামর্শ ও চাহিদা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পান। ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

scroll to top