নোবিপ্রবিতে প্রথমবারের মতো ম্যারাথন আয়োজন

New-Project-21.jpg

নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজন করা হলো ম্যারাথন প্রতিযোগিতা

২৪ ঘণ্টা বাংলাদেশ

রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এনএসটিইউ ব্লাড ব্রিগেডের উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫, রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।

মূলত, ৭ জানুয়ারি ২০২৫ তারিখে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা নোবিপ্রবি ফার্মেসি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ওমর ফারুকের স্মরণে এই বছর থেকে এই আয়োজন শুরু করা হয়েছে।প্রতিযোগিতাটি শুরু হয় সকাল ৮টা ২০ মিনিটে। ২ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার—এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের শিক্ষার্থীসহ বাইরের ছেলেমেয়েরাও এতে অংশ নেয়। প্রতিযোগিতায় ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে আলাদা বিজয়ী নির্বাচন করা হয়।

অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য জার্সি, মেডেল, সার্টিফিকেট, হাইড্রেশন ড্রিংক, নাশতা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রথম তিনজন বিজয়ীকে আর্থিক পুরস্কার দেওয়া হয় এবং সেরা প্রতিযোগীকে একটি চারাগাছ উপহার দেওয়া হয়।

নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমান বলেন, “‘রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’ ম্যারাথন নোবিপ্রবির ইতিহাসে প্রথমবার আয়োজিত হলো। আমরা এত ভালো এবং ইতিবাচক সাড়া পাবো, তা কল্পনাতীত ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যসচেতন মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, যা আমাদের অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।মিডিয়া পার্টনার ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো জানান, ভবিষ্যতেও তারা এমন আয়োজনে পাশে থাকার আশা করেন।

অংশগ্রহণকারী ও আয়োজক কমিটি এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। সবার মতামত অনুযায়ী, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ম্যারাথন অত্যন্ত কার্যকরী। শিক্ষার্থীরা প্রত্যাশা করেন, এটি যেন প্রতিবছর অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটি আশ্বস্ত করেছেন যে আগামী বছরগুলোতেও এই আয়োজন চালু থাকবে।

Leave a Reply

scroll to top