নারী শিক্ষার্থীর ‌পোশাক নিয়ে কটুক্তি করা ঢাবি কর্মচারীকে চাকরিচ্যুত

New-Project-55.jpg

নারী শিক্ষার্থীর ‌ পোশাক নিয়ে কটুক্তি ঢাবি কর্মচারীর, আটক ও চাকরিচ্যুত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটুক্তি করার অভিযোগে গ্রেফতার এবং চাকরিচ্যুত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সহকারী-বাইন্ডার মোস্তাফা অর্নব অরণ্য।

বুধবার (৫ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী পোস্ট করলে তা ভাইরাল হওয়ার পর বিষয়টি মানুষের সামনে আসে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

ভুক্তভোগী নারী শিক্ষার্থী ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বলেন , ‘এই লোকটা (অভিযুক্ত কর্মচারী) আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেসে আমার ড্রেস ঠিক নাই আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না।’

ওই পোস্টে তিনি আরও বলেন, ‘আমি সালওয়ার কামিজ পরে ঠিক মত ওড়না পরে ছিলাম। সে আমাকে বলে আমার নাকি ওড়না সরে গেছে। তারপর আমি তাকে বললাম এইটা তো আপনার দেখার বিষয় না আর আপনার তাকানোও জাস্টিফাইড না। এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।’

এই ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ঘটনাটি তাদের দৃষ্টিগোচর হলে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। অভিযুক্ত কর্মচারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে। খুব দ্রুত তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।

এদিকে, অভিযুক্ত কর্মচারীকে নির্দোষ দাবি করে তাকে ছাড়িয়ে নিতে শাহবাগ থানায় ভিড় করে উত্তেজিত জনতার একটি অংশ। অভিযুক্ত ব্যক্তিকে মজলুম দাবি করে, তাকে না নিয়ে শাহবাগ থানা ছাড়া হবে না- এমন ঘোষণাও দিয়েছে তারা।

Leave a Reply

scroll to top