নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত

New-Project-12-3.jpg
পিরোজপুর প্রতিনিধি

নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসকের নেতৃত্বে এ শোভাযাত্রাটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বালক উচ্চ বিদ্যালয় মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,পিরোজপুরের বিভিন্ন কলেজ সমূহের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। ৭ দিনব্যাপী এ বৈশাখী মেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান এ মেলার অনুষ্ঠান সমূহের মধ্যে নাগরদোলা, টয়ট্রেন,বিভিন্ন রাইট,লটারি ও লাকি কুপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া শতাধিক স্টল রয়েছে যেখানে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র হাতপাখা,বিভিন্ন ধরনের খেলনা,মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা ও দর্শনের সুযোগ থাকছে।

Leave a Reply

scroll to top