নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

New-Project-2025-03-01T153631.927.jpg
নিজস্ব প্রতিবেদক

আত্মপ্রকাশ ঘটেছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে শুক্রবার (২৮ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দলটি। তরুণদের গঠিত এই নতুন দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি বার্তায় নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি তাদের অভিনন্দন ও স্বাগত জানাই।

আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সকলের মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি নতুন দলের কাছে, এই নতুন দল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকম ভাবে কাজ করছে সেইভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে তারা দলকে পরিচালিত করবেন। যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।

ইলিয়াস কাঞ্চন নতুন দলের প্রতি আরও আহ্বান জানান, মানুষ সমালোচনা করবে সেই সমালোচনাগুলোকে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন|

এভাবেই আমি মনে করি যে আপনাদের নতুন দলের নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু আপনারা উপস্থাপন করবেন যা এ দেশের মানুষের জন্য, এই বিপ্লবের জন্য এবং এই বিপ্লবে, যারা আহত এবং নিহত হয়েছে তাদের কথা স্মরণ করে আপনারা আপনাদের দলকে পরিচালিত করবেন।

পরিশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, আপনাদের শুভ কামনা করছি।  অনেক সময় ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় । কাজেই দলের কাজ হল মানুষের কথা চিন্তা করে মানুষ কি চায়? সে কথা চিন্তা করে  আপনাদের দল পরিচালিত করবেন। আপনাদের ভালো হোক মঙ্গল হোক।

উল্লেখ্য, ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।

Leave a Reply

scroll to top