শ্বৈরাচরী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণার পর পাল্টা কর্মসূচি হিসেবে ‘বুলডোজার মিছিল’ ঘোষণা করে ছাত্র-জনতা। বুধবার রাত থেকে চলা ভাঙচুরে পাল্টে গেছে ধানমন্ডি ৩২ এর চিত্র। এদিকে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নম্বর ভেঙে সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘বুলডোজার ঢুকছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেইখানে আছেন আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দিবেন। একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে ৫ মে ২০১৩’র শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নিবেন কীভাবে মসজিদ নির্মাণ করা যায়। ইনকিলাব জিন্দাবাদ।’
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির ছয় মাস পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
এর আগে বুধবার বিকালে এক পোস্টে পিনাকী বলেছেন, ‘আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না। কাডাল রানী লাইভে যাবে যখন, তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার।’
এছাড়া ধানমন্ডি-৩২ এ বুলডোজার মিছিল সফল করার জন্য বিএনপিকে ধন্যবাদও জানিয়েছেন পিনাকী। বৃহস্পতিবার সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিএনপিকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান আজকের কর্মসূচি সফল করার জন্য নিয়ামক ছিলো। বিএনপি যদি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা না দিতো তাহলে আজকের কর্মসূচি এইভাবে সফল হতো কিনা বলা মুশকিল। আজকে সবার মনে একটা আলাদা উদ্দীপনা ছিলো। আমরা একসাথে অপ্রতিরোধ্য। স্যালুট মাই কমরেডস। আবার পাচই আগষ্টের ফিল পাচ্ছি। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে লড়াই করার প্রশ্নে আমরা ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে দাড়াবো। জনগন চায়, অন্তত এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি।’