দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বিগ বস খ্যাত সানা খান

New-Project-12-6.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সাবেক ভারতীয় অভিনেত্রী সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তরদের খবরটি জানিয়েছেন সানা নিজেই।

ইনস্টাগ্রামে একটি ভিডিও কার্ডের মাধ্যমে ৩ থেকে ৪ হতে চলার সুখবর দিলেন সানা খান ও আনাস সৈয়দ। সঙ্গে লিখেছেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লারই আছে। এমন দোয়া করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের করুণা করুন ও চলার পথ মসৃণ করুন।’

এমনিতেই টিভি ও সিনেমায় একসময় ছোট পোশাক পরে ঝড় তুললেও, বর্তমানে নিজেকে বোরখাতে রাখতেই পছন্দ করেন সানা। বিনোদন দুনিয়া থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। ২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর ছেলের বয়স দেড় হওয়ার আগেই নতুন সদস্য আসার ঘোষণা করে ফেললেন তারা।

Leave a Reply

scroll to top