পবিত্র জুমাতুল বিদা, পবিত্র শব-ই ক্বদর এবং পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে আজ রবিবার (৬ এপ্রিল) খুলছে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস। আজ থেকে সরকারি অফিস, উচ্চ ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রোজার আগের সময় ধরে চলবে।
রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শিক্ষার্থীরা বলেন,দীর্ঘদিন ছুটি কাটিয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পেয়ে অনেক বেশি ভালো লাগছে। সাধারণত বাড়িতে গেলে পড়াশোনা হয়না,কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে থাকলে পড়াশোনাটা কন্টিনিউ থাকে।