দীর্ঘ ছুটি শেষে ঢাকা মুখি জাবি শিক্ষার্থীরা

New-Project-7.jpg
জাবি প্রতিনিধি

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ঈদুল ফিতর, শব-ই-কদর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ১৬ দিন ধরে বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল ফিতরের ছুটিই বছরের সবচেয়ে দীর্ঘ ছুটি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে আগামী ৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুরোদমে একাডেমিক কার্যক্রম চালু হবে। শিক্ষার্থীরা যথারীতি ক্লাস ও গবেষণার কাজে ফিরে আসবে। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জাবির এক শিক্ষার্থী বলেন, ‘ঈদের ছুটিতে আমরা বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। তবে দীর্ঘ ছুটির পর আবার ক্যাম্পাসে ফিরে বন্ধু-বান্ধব ও শিক্ষকদের সঙ্গে দেখা হবে, যা আমাদের জন্য আনন্দের বিষয়।’

এ বিষয়ে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন স্বাধীন বলেন, ‘একদিকে বাড়ির আরাম, মায়ের হাতের রান্না, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছু ছেড়ে আসার কষ্ট থাকে। পরিবার থেকে বিদায় নেওয়ার সময় হালকা মন খারাপ কাজ করে। ঈদের আনন্দ, আত্মীয়-স্বজনদের সঙ্গে কাটানো সময়, রাত জেগে গল্প করা—এসব স্মৃতিই মাথার ভেতর ঘুরতে থাকে।

অন্যদিকে, ক্যাম্পাসে ফেরারও একটা উত্তেজনা থাকে। পরিচিত ক্যাম্পাস, বন্ধুরা, প্রিয় ক্লাসরুম, প্রিয় টং দোকান—সবকিছুই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বন্ধুদের সঙ্গে ঈদের স্মৃতি ভাগ করে নেওয়া, আবার ক্লাসের ব্যস্ততায় ডুবে যাওয়া, রাত জেগে গ্রুপ স্টাডি বা আড্ডা—এসবেরও আলাদা আনন্দ আছে। সব মিলিয়ে, ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা মানে একদিকে পরিবারের উষ্ণতা থেকে বেরিয়ে আসা, আর অন্যদিকে সেই প্রাণোচ্ছল ক্যাম্পাস জীবনে ফেরা।’

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘ছুটির পর প্রশাসনিক কার্যক্রমও পুরোদমে শুরু হবে। সকল বিভাগ ও দপ্তর নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।’

আগামী মঙ্গলবার থেকে ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহে রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধের তারিখ ঘোষণা করা হয়।

Leave a Reply

scroll to top