থাইল্যান্ডে সমকামী বিবাহ আইন কার্যকর,নাগরিকদের উদযাপন

New-Project-2025-01-23T162932.140.jpg
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে কার্যকর হয়েছে সমকামী বিবাহ আইন। ফলে সমকামীদের বিবাহে আর কোন আইনি জটিলতা থাকছে না।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটিতে সমকামী বিবাহ আইন কার্যকর করা হয়।

প্রথম দিনেই এই আইনকে স্বাগত জানিয়ে দিনটিকে উদযাপন করছে দেশটির নাগরিকরা।

সারা থাইল্যান্ডে শত শত দম্পতি বৃহস্পতিবার তাদের বিবাহ সনদ পেয়েছেন, তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের মুহূর্তে অনেকে হাসিমুখে বা চোখের পানি ফেলে উদযাপন করেছেন।
এটি রঙ এবং পোশাকের এক উৎসব ছিল, যেখানে জেলা কর্মকর্তারা ফটো বুথ এবং বিনামূল্যের কেকের ব্যবস্থা করেন। ব্যাংককের এক জেলায় প্রথম দম্পতিকে এয়ার টিকিট দেওয়ারও উদ্যোগ নেয় হয়েছিল।

প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা লিখেছেন, ‘থাইল্যান্ডে রংধনু পতাকা উড়ছে।’

অ্যাক্টিভিস্টরা আশা করছিলেন যে বৃহস্পতিবারের মধ্যে ১,৪৪৮টি নিবন্ধনের মাইলফলক অতিক্রম করা যাবে। এটি থাই সিভিল কোডের ধারা ১৪৪৮, যা বিবাহের সংজ্ঞা নির্ধারণ করে।

পুলিশ অফিসার পিসিট বলেন, ‘আমরা অনেকদিন ধরেই প্রস্তুত ছিলাম। আমরা শুধু আইনের সমর্থনের জন্য অপেক্ষা করছিলাম।’

দুই পুলিশ পুরুষ গত সাত বছর ধরে একসঙ্গে রয়েছেন। সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে তারা এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে তাদের একটি শুভ নতুন পদবি সিরিহিরুঞ্চাই গ্রহণ করেছিলেন। এছাড়াও তারা স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে একটি ইচ্ছাপত্র নিয়েছিলেন, যাতে তারা স্বাক্ষর করে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু থাই আইনের অধীনে তাদের সম্পর্কের স্বীকৃতি তাদের জন্য চূড়ান্ত স্বপ্ন ছিল।
এর আগে, সরকারি নথিতে পিসিত এবং চনাটিপকে ভাই হিসেবে উল্লেখ করা হতো। এখন, বিবাহ সনদ এলজিবিটিকিউ+ দম্পতিদের সম্পদ ব্যবস্থাপনা, উত্তরাধিকার, সন্তান দত্তক নেওয়া এবং চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার প্রদান করে।

” পিসিত বলেন। “আমরা একসঙ্গে ভবিষ্যত তৈরি করতে এবং একে অপরের যত্ন নিতে চাই।

Leave a Reply

scroll to top