রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।