ঢাবি’র যুক্তির মঞ্চে নতুন নেতৃত্ব: জুবায়ের ও রাগীব

New-Project-2-20.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনে সভাপতি হিসেবে জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রাগীব আনজুম নির্বাচিত হয়েছেন। শনিবার ডিইউডিএসের নিজস্ব কক্ষে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ১৫-৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জুবায়ের হোসেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগের ছাত্র। জুবায়ের এর আগে বিজয় একাত্তর হল ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিতর্ক চর্চায় তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগঠন পরিচালনায় দক্ষতা তাকে ডিইউডিএসের সর্বোচ্চ নেতৃত্বের আসনে নিয়ে এসেছে।

সাধারণ সম্পাদক পদে ১৩-৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রাগীব আনজুম। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র। রাগীব পূর্বে কবি জসিমউদ্দীন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি বিতর্ক সংগঠনে যুক্ত থেকে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি জুবায়ের হোসেন বলেন, “ডিইউডিএস আমাদের গৌরবের প্রতিষ্ঠান। এই সংগঠনের ঐতিহ্য ও সুনাম রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য আরও সুযোগ সৃষ্টি করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক রাগীব আনজুম বলেন, “ডিইউডিএস শুধু বিতর্কের সংগঠন নয়, এটি যুক্তি, চিন্তাশীলতা ও নেতৃত্বের একটি প্ল্যাটফর্ম। আমরা এই সংগঠনের সীমানা আরও বিস্তৃত করতে চাই।”

নির্বাচনে ডিইউডিএসের নিয়ম অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আগামীতেও তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

scroll to top