গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য দেওয়ার ঘোষণায় উত্তেজনা পূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে। এরে জের ধরে বিক্ষুব্ধ জনতা হামলা চালায় ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। ওই একই সময় দেশের বিভিন্ন স্থানে ভাঙ্গা হয় শেখ হাসিনা এবং শেখ মুজিবের ম্যুরাল ও নাম ফলক।
এছাড়াও শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণকৃত বিভিন্ন হল এবং ভবনের নাম ও পরিবর্তন করা হয়। এরই প্রেক্ষিতে এবার পরিবর্তন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” হলের নাম।
এই বিষয়ে হলের শিক্ষার্থী ওসমানির সাথে কথা বলে জানা যায়, ৫ ই আগস্ট এর পরে শিক্ষার্থীদের দাবি মুখে হলের নাম থেকে জাতির জনক এবং বঙ্গবন্ধু শব্দ দুটি বাদ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় শেখ মুজিব নামে কোন হল থাকবে না। এবং যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন হল নেই সুতরাং এই হলটির নাম হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল।
ইতিমধ্যেই হলের শিক্ষার্থীরা শেখ মুজিবের নামের স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এর ব্যানার টানিয়ে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে হলের নাম পরিবর্তন করতে হলে প্রভোস্ট এবং ভিসি বরাবর স্মারকলিপিও জমা দিয়েছেন তারা।
দ্রুততম সময়ের মধ্যেই নাম পরিবর্তন হবে শেখ মুজিব হলের এমনটাই প্রত্যাশা করছেন হলের শিক্ষার্থীরা।