ঢাবিতে ‘জুলাই অভ্যুত্থান’: হামলাকারীদের চিহ্নিত করতে ছায়া তদন্ত কমিটি গঠন

New-Project-18-5.jpg
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান-পূর্ব ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করতে ৩৫ সদস্যর একটি ছায়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়, যার উদ্দেশ্য হামলার প্রকৃত পরিকল্পনাকারী ও সম্পৃক্তদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করা।

কমিটির অন্যতম সংগঠক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, “আমরা হামলাকারীদের চেহারা ভুলিনি। প্রশাসনের নীরবতায় আমরা হতাশ, তাই নিজেরাই এগিয়ে এসেছি। এই তদন্তের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই—সত্য চাপা পড়ে না। যারা হামলায় অংশ নিয়েছে, তারা যেনো কোনোভাবেই পার না পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

কমিটির আরেক সদস্য ফারহানা তাসনিম বলেন, “বিশ্ববিদ্যালয় যেন সত্য-অন্বেষণের জায়গা হয়, তা নিশ্চিত করতেই আমরা এই ছায়া তদন্ত কমিটি গঠন করেছি। যারা সহপাঠীদের রক্ত ঝরিয়েছে, তাদের কোনো রঙ, দল বা প্রভাব দেখে ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে একটাই পরিচয়—সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো।”

ছায়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ভিডিও ফুটেজ, এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করছে। তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে, যা প্রশাসন ও গণমাধ্যমে উপস্থাপন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দায়িত্ব এড়িয়ে চলে, আমরা নিজেরাই ইতিহাসের সাক্ষ্য রেখে যাব।”

উল্লেখ্য, জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে একদল মুখোশধারী ব্যক্তি আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হন। ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

scroll to top